Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুলাই ২০২৩

উপ-পরিচালকের প্রোফাইল


ড. সফিকুল ইসলাম 

উপপরিচালক (উপসচিব)

                              বিস্তারিত...

                                       ওয়েবসাইট..

জনাব শাব্বির আহম্মদ দেশের শীর্ষস্থানীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (আরপিএটিসি), ঢাকায় উপপরিচালক (উপসচিব) হিসাবে কাজ করছেন। তিনি প্রথম বিভাগে এসএসসি ও এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে অনার্স ও মাস্টার্স ডিগ্রী উভয় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে  Public Policy & Governance (MPPG) থিসিসিসহ ১ম শ্রেণীতে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ২৪ তম ব্যাচের কর্মকর্তা হিসেবে ২০০৫ সালে চাকুরীতে যোগদান করেন। তিনি নরসিংদী ও নেত্রকোণা জেলায় সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন। মাঠ প্রশাসনে তিনি সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার এর দায়িত্ব পালন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব (সচিবের একান্ত সচিব) ও উপসচিব হিসাবে দায়িত্ব পালন করেন। এসময় তিনি শরনার্থী বিষয়ক সেলে দায়িত্ব পালন করেন।

 

তিনি বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে ২০০৫ সালে কৃতিত্বের সাথে ৩৬তম FTC সম্পন্ন করেন। ২০০৬ সালে তিনি বিসিএস (প্রশাসন) একাডেমী থেকে ৫৮তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সে ১ম স্থান লাভ করে ‘DG Award’ অর্জন করেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে জাপান (JICA), AIT- ভিয়েতনাম ও AIT- থাইল্যান্ড হতে প্রশিক্ষণ গ্রহণ করেন। তথ্য ব্যবস্হাপনায় সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হতে প্রশিক্ষণ লাভ করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতসহ বিভিন্ন দেশে সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন।

 

ফিল্ড অব ইন্টারেস্ট: দুর্যোগ ব্যবস্হাপনা, জলবায়ু পরিবর্তন, International Humanitation Assistance Management,  স্হানীয় সরকার, পাবলিক পলিসি ও গর্ভনেন্স, ভূমি ব্যবস্হাপনা ও সরকারী চাকুরীসংক্রান্ত আইন-বিধি।