Wellcome to National Portal
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ডিসেম্বর ২০২০

পরিচিতি

আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা’র একটি আঞ্চলিক প্রতিষ্ঠান।

 

সরকারি, আধা-সরকারি, সেক্টর করপোরেশন ও স্বায়ত্ত্বশাসিত সংস্থার কর্মকর্তা এবং কর্মচারিদের ব্যবস্থাপনা ও প্রশাসনিক কর্মদক্ষতা বৃদ্ধির তথা আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এই প্রতিষ্ঠানের জন্ম। ঢাকা আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (আরপিএটিসি) সাভারস্থ বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) নিয়ন্ত্রণাধীন চারটি বিভাগীয় শহরে অবস্থিত চারটি আরপিএটিসি’র মধ্যে অন্যতম ।

 

১৯৮৪ খ্রিষ্টাব্দের ২৮শে এপ্রিল রাষ্ট্রপতির ২৬ নং অধ্যাদেশ অনুযায়ী সাবেক বাংলাদেশ এডমিনিষ্ট্রেটিভ ষ্টাফ কলেজ (বিএএসসি), ন্যাশনাল ইনষ্টিটিউট অব পাবলিক এ্যাডমিনিষ্ট্রেশন (নিপা), সিভিল অফিসার্স ট্রেনিং একাডেমী (কোটা), ষ্টাফ ট্রেনিং ইনষ্টিটিউট (এসটিআই) একীভূত হয়ে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এবং আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রসমূহ (আরপিএটিসি) প্রতিষ্ঠিত হয়েছে।

 

ঢাকাস্থ আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র রাজধানীর প্রাণকেন্দ্র ৪৯, নিউ ইস্কাটন রোডে (বিয়ামগলি) এক মনোরম পরিবেশে অবস্থিত। সুপরিকল্পিত ও সহজলভ্য যোগাযোগ ব্যবস্থা থাকায় এই প্রতিষ্ঠানটির অবস্থানগত গুরুত্ব¡ যথেষ্ট। কেন্দ্রটি প্রায় ২ বিঘা জমির উপর অবস্থিত। এতে দুটি ভবন রয়েছে। একটি ভবন নং-১ (পুরাতন) এবং অপরটি ভবন নং- ২(নতুন) ।

 

১৯৮৪ সালের ২৮ এপ্রিল হতে আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে সয়ংক্রিয়ভাবে প্রশিক্ষণ র্কাযক্রম পরিচালনা করে আসছে। বিপিএটিসি’র এমডিএস (পিএন্ডএস) এর অধীনে এসটিএন্ডটিওটি অনুবিভাগ-এর সরাসরি তত্ত্বাবধানে আরপিএটিসিসমূহ পরিচালিত হয়।

 


Share with :

Facebook Facebook